
আমতলী ((বরগুনা) প্রতিনিধি:
বরগুনার আমতলীতে শিশুর গলায় ছুরি ধরে ঈদ বাজারের সাত হাজার টাকা ও এক ভরি স্বর্ণালঙ্কার লুটে নিয়েছে একদল ডাকাত।বৃহস্পতিবার (২৭ মার্চ) গভীর রাতে আমতলী উপজেলার কলাগাছিয়া গ্রামে ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলা কলাগাছিয়া গ্রামের কালু হাওলাদারের স্ত্রী লিপি বেগম ব্রেইন টিউমারে আক্রান্ত। স্বামী সর্বস্ব হারিয়ে ঢাকায় ফেরি করে লুঙ্গি কাপড় বিক্রি করেন। বাড়িতে অসুস্থ স্ত্রী লিপি বেগম (৩৫) দুই ছেলে লিমন (১৪) ও ইমাম হোসেনকে (৭) নিয়ে বাড়িতে থাকেন। কিছু দিন আগে ঈদ বাজার করতে স্বামী কালু হাওলাদার স্ত্রীর কাছে সাত হাজার টাকা পাঠান। বৃহস্পতিবার লাইলাতুল কদর রাতে বড় ছেলে লিমন মসজিদে নামাজ পড়তে যায়। ওই ফাঁকে ৬-৭ জনের মুখোশধারী ডাকাত দল পিছনের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। পরে লিপি বেগমকে অসুস্থ অবস্থায় দেখে ৭ বছরের ছেলে ইমাম হোসেনের গলায় ধারালো ছুরি ধরে। ঘরে থাকা টাকা ও স্বর্ণালঙ্কার না দিলে ডাকাতরা শিশু ছেলেকে হত্যার হুমকি দেয়। ছেলেকে রক্ষায় অসুস্থ লিপি বেগম তার কানে পরিহিত স্বর্নের দুল খুলে দেয়। পরে ডাকাত দল ঘরের ট্রাঙ্ক ভেঙ্গে ঈদ বাজারের ৭ হাজার ও এক ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায় বলে দাবি করেন লিপি বেগম। বাড়াবাড়ি করলে আবার এসে হত্যার হুমকি দেয়।
লিপি বেগম বলেন, ঘরের পিছনের দরজা ভেঙ্গে তিনজন ডাকাত ঘরে প্রবেশ করে আমাকে লাথি দেয়। আমাকে অসুস্থ দেখে তারা আমার ছেলের গলায় ছুরি ধরে। টাকা ও গহনা না দিলে আমার ছেলেকে মেরে ফেলবে। আমি ছেলেকে রক্ষায় কানের দুল খুলে দেই। পরে তারা ট্রাঙ্ক ভেঙ্গে ঈদ বাজারের ৭ হাজার টাকা ও এক ভড়ি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে।
তিনি আরও বলেন, ডাকাতদল যাওয়ার সময় হুমকি দেয় এ বিষয়ে বাড়াবাড়ি করলে পরের দিন এসে হত্যা করবে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম আরিফ বলেন, বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
The post আমতলীতে শিশুর গলায় ছু*রি ধরে ঈদবাজারের টাকা-স্বর্ণালঙ্কার লু*ট appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.