
প্রথম দিনের সাক্ষাতে উইন বারবার আনমনা হয়ে যাচ্ছিল। তিন মাসের বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে। গত দেড় মাসে এক শেল্টার থেকে অন্য শেল্টারে দৌড়াদৌড়ি, অনিরাপদ পথচলায় উইন খেই হারাচ্ছিল বারবার। যখন বললাম, ‘দেখো, আমি ১৪ বছর আগে চার বছরের বাচ্চা নিয়ে এদেশে এসেছিলাম। আমি কিন্তু তোমার মতো ফ্রি থাকা-খাওয়ার সুবিধা পাইনি। মাহমুদা নামের কোনো কাউন্সিলর সেদিন আমার মাথায় হাত দিয়ে বলেনি, আমি পাশে আছি। আজ কিন্তু আমি তোমাকে বলছি, অন্তত আগামী তিন মাস আমি তোমার সঙ্গে আছি, তুমি কেন এত ভয় পাচ্ছ উইন?’