মিয়ানমারের শক্তিশালী ভূমিকম্পের ব্যাপক ধাক্কা লেগেছে থাইল্যান্ডেও। রাজধানী ব্যাংককসহ বিভিন্ন শহর-গ্রাম থেকে এ পর্যন্ত ৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং এখনও নিখোঁজ রয়েছেন ৯০ জন।
থাইল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী ফুমথাম ওয়েচাইয়েচাই এক বার্তায় এ তথ্য জানিয়েছেন। যে তিন জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, তারা সবাই ব্যাংককের। আর নিখোঁজদের মধ্যে ব্যাংকক এবং ব্যাংককের বাইরে বিভিন্ন শহর-গ্রামের লোকজন রয়েছেন।
সরকারি উদ্ধারকারী বাহিনীর কর্মীরা ইতোমধ্যে উদ্ধার তৎপরতা শুরু করেছেন বলেও জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী।
আজ শুক্রবার দুপুরে মিয়ানমারে ৭ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। দেশটির মধ্যাঞ্চলীয় শহর সাগাইংয়ে ভূপৃষ্ঠের ১৬ কিলোমিটার গভীরে ছিল ভূকম্পটির এপিসেন্টার বা উৎপত্তিস্থল।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) অনুসারে, মিয়ানমারে ৭.৭ এবং ৬.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।
ভূমিকম্পের পর মিয়ানমারের হালনাগাদ অবস্থা সম্পর্কে এখনও বেশি তথ্য পাওয়া যায়নি; তবে থাইল্যান্ডে ক্ষয়ক্ষতির বিভিন্ন চিত্র, ভিডিও ও তথ্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমে পাওয়া যাচ্ছে এবং এসব থেকে বোঝা যাচ্ছে যে ভূমিকম্পটি বেশ বিধ্বংসী ছিল।
রাজধানী ব্যাংককের বেশ কিছু সড়কে ফাটল ধরেছে, একাধিক ভবনও ধসে পড়েছে। থাই প্রধানমন্ত্রী পায়েতংতার্ন সিনাওয়াত্রা ইতোমধ্যে ব্যাংককে জরুরি অবস্থা ঘোষণা করেছেন।
ব্যাংককের পাশাপাশি কম্পন অনুভূত হয়েছে থাইল্যান্ডের উত্তরাঞ্চল এবং ব্যাংককের আশপাশের এলাকাতেও। উত্তরাঞ্চলীয় বিভিন্ন শহরে ভবনকে কাঁপতে দেখে রাস্তায় বেরিয়ে এসেছেন শত শত মানুষ।
উত্তর থাইল্যান্ডের পর্যটন শহর চিয়াং মাইয়ের বাসিন্দা দুয়াংজাই এএফপিকে বলেন, “আমি আমার ঘরে ঘুমিয়ে ছিলাম। কম্পন টের পাওয়ার সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে বাড়ির বাইরে সড়কের দিকে ছুটে বেরিয়ে এসেছি।”
সূত্র : স্কাই নিউজ
খুলনা গেজেট/এএজে
The post মিয়ানমারে ভূমিকম্প : থাইল্যান্ডে নিহত ৩, নিখোঁজ ৯০ appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024