
জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় অফিস (ওসিএইচএ) বলেছে, গাজায় ইসরায়েলি কর্মকাণ্ড, বিশেষ করে জনবহুল এলাকায় হামলা নৃশংসতার ভয়াবহ চিহ্ন বহন করে।
জেনেভায় ওসিএইচএ মুখপাত্র জেন্স লারকে বলেন, গাজায় মানুষের জীবন এবং মর্যাদার প্রতি এক নির্মম অবজ্ঞা রয়েছে। আমরা যে যুদ্ধের ঘটনাগুলো দেখতে পাচ্ছি, তা নৃশংস অপরাধের লক্ষণ বহন করে।
জেন্স লারকে বেসামরিক নাগরিকদের ওপর ক্রমবর্ধমান হতাহতের বর্ণনা দিয়ে বলেন,… বিস্তারিত