
ময়মনসিংহ নগরীর ১৩ তলা বনানী ভবনের ছাদ থেকে পড়ে নিহত অজ্ঞাত তরুণীর পরিচয় মিলেছে। তিনি ময়মনসিংহ মুমিনুন্নিছা কলেজের অর্নাস প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
শুক্রবার (২৮ মার্চ) সন্ধ্যা পৌনে ৮টায় কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান শফিক সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।
নিহত তরুণীর নাম ত্রিপলা ভদ্র একা (২০)। তিনি ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার বারুইপাড়া গ্রামের নেপাল চন্দ্র ভদ্র এবং লিপি দত্ত দম্পতির মেয়ে। ত্রিপলা নগরীর কালীবাড়ী কবরস্থান এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতে।
এর আগে, এদিন দুপুর সোয়া ১টার দিকে নগরীর প্রাণকেন্দ্র গাঙ্গিনাপাড় ট্রাফিক মোড় ১৩ তলা বনানী নামক ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে মৃত্যুবরণ করে ওই তরুণী।
ওসি মো. সফিকুল ইসলাম খান শফিক সাংবাদিকদের বলেন, লাফিয়ে পড়ে মৃত্যুর ঘটনার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। তবে ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত তরুণী এই ভবনে আসা যাওয়া করতেন। প্রেমঘটিত বিষয় থেকে এই ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে
The post বনানী ভবনের ছাদ থেকে পড়ে যাওয়ার মেয়ের পরিচয় মিলেছে appeared first on দৈনিক ময়মনসিংহের খবর.