
খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি মোহাম্মদ আলী আজগর লবির পক্ষ থেকে খুলনাবাসীর জন্য মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচি শুক্রবারও অব্যাহত ছিল।
গত ১ রমজান থেকে খুলনা-২ আসনের ১৬টি ওয়ার্ডের বিভিন্ন স্থানে পথচারীদের মাঝে বিতরণ কার্যক্রম শুরু হয়। যা আগামী ২৯ রমজান পর্যন্ত চলবে। শুক্রবার নগরীর নিউ মার্কেট এলাকায় পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন হারুনুর রশীদ, মো, দুলু মোল্লা, এস এম রাফি, মোহাম্মদ মতিউর রহমান, আবদুর রাজ্জাক, জিসান আহমেদ প্রমুখ।
এর আগে গত মঙ্গলবার থেকে সাবেক এমপি আলী আজগর লবির মায়ের নামে তৈরি সংগঠন সালেহা হাফেজ ফাউন্ডেশনের পক্ষ থেকে দরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ শুরু হয়েছে। খুলনা-২ আসনের ১৬টি ওয়ার্ডের দরিদ্র মানুষের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হচ্ছে।
খুলনা গেজেট/ টিএ
The post সাবেক এমপি আলী আজগর লবীর উদ্যোগে চলছে মাসব্যাপী ইফতার বিতরণ appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.