ঈদে স্বজনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফিরছে মানুষ। ইতোমধ্যেই নাড়ির টানে রাজধানী ছেড়ে গেছেন অনেকে। কেউ আবার নিজ এলাকায় যাবেন আজ। ঈদযাত্রায় এবার ভিন্ন আবহ দেখা গেছে বাস-ট্রেন-লঞ্চে। স্বস্তি নিয়ে যাত্রা শুরু করেছেন অসংখ্য মানুষ।
শনিবার (২৯ মার্চ) সকালে রাজধানীর কমলাপুর রেলস্টেশন, সদরঘাট লঞ্চ টার্মিনাল ও একাধিক বাসস্ট্যান্ডে দেখা গেছে এমন চিত্র।
এদিন ভোর থেকে সকাল ৮টা পর্যন্ত ৯টি আন্তঃনগর ট্রেন ছেড়ে গেছে ঢাকা। প্রতিটি ট্রেনই নির্ধারিত সময়ে প্ল্যাটফর্ম থেকে রওনা করায় যাত্রীদের মাঝে দেখা যায়নি ভোগান্তির রেশ। যারা আগেই টিকিট কেটে রেখেছেন, তারা নির্ধারিত সিট পেয়ে স্বস্তি জানিয়েছেন।
তবে ট্রেনের ভেতরে জায়গা না পেয়ে অনেকেই উঠে পড়েছেন ছাদে। অতিরিক্ত যাত্রীর চাপ সামাল দিতে স্টেশনের গেটে তিন স্তরের নিরাপত্তা জোরদার করতে দেখা গেছে। সারাদিনে মোট ৫১ টি ট্রেন ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে।
অপরদিকে, সদরঘাট নৌ-টার্মিনাল এলাকায় ভিড় করছেন দেশের দক্ষিণাঞ্চলের যাত্রীরা। সদরঘাট টার্মিনাল ও পন্টুন এলাকায় যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। ঈদের দু’দিনের মতো বাকি থাকতেই ডেক ও কেবিনে পরিপূর্ণ যাত্রী থাকায় সন্তুষ্ট লঞ্চ মালিক ও শ্রমিকরা।
লঞ্চ সংশ্লিষ্টরা জানিয়েছেন, দিনের শুরুতেই পন্টুনগুলোতে নৌপথে বাড়িফেরা যাত্রীদের উপস্থিতি গত কয়েক দিনের তুলনায় অনেক বেশি। সকালে চাঁদপুর, বরিশাল, ভোলা, বরগুনা, হাতিয়া ও পটুয়াখালীগামী পন্টুনে বেশ ভিড় দেখা যায়।
তবে, সড়কপথে কিছুটা ভিন্ন চিত্র দেখা গেছে। ভোর থেকে রাজধানীর মহাখালী-গাবতলীসহ একাধিক বাস টার্মিনালেও দেখা গেছে যাত্রীদের ভিড়। সড়কে জ্যামও কিঞ্চিত বেড়েছে।
The post ঈদযাত্রা: স্বস্তি নিয়ে বাড়ির উদ্দেশে যাত্রীরা appeared first on Ctg Times.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024