
দূর থেকে প্রথম দেখাতেই মনে হতে পারে বট গাছ। কিন্তু কাছে গেলেই দেখা যাচ্ছে আমের মুকুল। দেখতে বিশাল আকারের গাছটি আসলে বট গাছ নয়, সূর্যপুরী আম গাছ। গাছের তিন দিকে অক্টোপাসের মতো মাটি আঁকড়ে ধরেছে ডালপালা। প্রায় ৯০ ফুটের ডালপালাযুক্ত দুইশ বছরের পুরোনো গাছটি স্থানীয়দের কাছে এক বিস্ময়!
স্থানীয়দের ভাষ্যমতে, প্রায় দুইশ বছরের সাক্ষী হয়ে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের হরিণমারী… বিস্তারিত