

সৈয়দ রাসেল, কলাপাড়া.পটুয়াখালী: কলাপাড়া সাংবাদিক ক্লাবের ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে ২৭ রমজান শুক্রবার কলাপাড়া পৌর শহরের আল মদীনা হোটেলে ইফতারিতে অংশগ্রহণ করেন সাংবাদিক ও রাজনীতিবিদবৃন্দ। এতে কলাপাড়া সাংবাদিক ক্লাবের সভাপতি নীলরতন কুন্ডু নিলয়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন শিকদার। বিশেষ অতিথি ছিলেন কলাপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ জুয়েল ইসলাম, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি ফারুক গাজী, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি জাহিদ রিপন, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপু, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি এইচ আর মুক্তা, সাধারণ সম্পাদক রাসেল মোল্লা, সদস্য আরিফ শিকদার, কলাপাড়া সাংবাদিক ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ: জাকির শিকদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম ও অর্থ সম্পাদক সুরঞ্জিত রায় শাওন। এ সময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক ক্লাব সদস্য সুকান্ত ভট্টাচার্য, মোঃ সোহেল রানা , মাসুদ পারভেজ, নুরুন্নবী। ইফতারপূর্ব দেশ ও জাতি তথা কলাপাড়াবাসীর কল্যাণ কামনায় দোয়া মোনাজাতে সকলে অংশগ্রহণ করেন। দোয়া মোনাজাত পরিচালনা করেন রিপোর্টার্স ইউনিটির দপ্তর ও প্রচার সম্পাদক ফোরকানুল ইসলাম।
The post দেশ ও দশের কল্যানে কলাপাড়া সাংবাদিক ক্লাবের ইফতার ও দোয়া অনুষ্ঠিত appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.