
বাংলাদেশ ক্রিকেট টিম দুবাই থেকে ঢাকায় ফিরেছিল মুখ ঢেকে। শিলং থেকে ফুটবল দলটা কিন্তু ফিরলো মাথা উঁচু করে। সৌজন্যে বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসী এক ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। একেক জনের উপস্থিতি একটা পুরো দলকে কতটা বদলে দিতে পারে, সেটা আমরা প্রত্যক্ষ করলাম শিলংয়ে। সুযোগের সদ্ব্যবহার করতে পারলে, বাংলাদেশের এই দলটা ভারতের মাটিতে প্রথম ভারতকে হারানোর রেকর্ডটাও করে ফেলতে পারত, যা তারা পারেনি গত পঞ্চাশ… বিস্তারিত