
মিয়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা ছাড়ালো ১ হাজার ৬০০। শনিবার (২৯ মার্চ) মিয়ানমারের সামরিক জান্তা জানায়, দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৬৪৪ জনে পৌঁছেছে। আহতের সংখ্যা বেড়ে ৩,৪০৮ হয়েছে এবং ১৩৯ জন এখনো নিখোঁজ রয়েছে।
মিয়ানমারে গত শুক্রবার ভয়াবহ ভূমিকম্পের পর ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। দেশটিতে ইতোমধ্যে পৌঁছেছে চীন ও রাশিয়ার উদ্ধারকারী দল। শনিবার আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, চীনের ৩৭ সদস্যের একটি উদ্ধারকারী দল ইয়াঙ্গুনে পৌঁছেছে। তাদের সাথে রয়েছে ওষুধসহ অন্যান্য উপকরণ।
রাশিয়াও পাঠিয়েছে একটি উদ্ধারকারী দল। তাদের দলে রয়েছে ১২০ জন উদ্ধারকর্মী, চিকিৎসক ও অনুসন্ধানী কুকুর।
এদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জান্তা প্রধানের সাথে ফোনে কথা বলেছেন। তিনি বলেছেন, বেইজিং তাঁবু, কম্বল এবং জরুরি চিকিৎসা সরঞ্জামসহ ১৩.৭৭ মিলিয়ন ডলার মূল্যের সহায়তা মিয়ানমারে পাঠাবে।
ভয়াবহ এ ভূমিকম্পের পর মিয়ানমারে দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন, বাঁচার জন্য সেখান থেকেই কাঁদছেন তারা। ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মিয়ানমারের দ্বিতীয় বৃহৎ শহর মান্দালয়।
খুলনা গেজেট/এএজে
The post মিয়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা ছাড়ালো ১৬০০ appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.