
সংযুক্ত আরব আমিরাতের কেন্দ্রীয় ব্যাংক (সিবিইউএই) জাতীয় মুদ্রা ‘দিরহাম’-এর জন্য নতুন প্রতীক উন্মোচন করেছে। একইসঙ্গে ডিজিটাল দিরহামের জন্য একটি আলাদা চিহ্নও ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) এ নতুন প্রতীক উন্মোচন করা হয় বলে জানায় দেশটির সরকারি সংবাদ সংস্থা ডব্লিউএএম।
ডব্লিউএএম জানায়, সিবিইউএই আন্তর্জাতিক মুদ্রা হিসেবে সংযুক্ত আরব আমিরাত দিরহাম প্রতিষ্ঠার প্রচেষ্টার অংশ হিসেবে… বিস্তারিত