শনিবার (২৯ মার্চ) গুয়াহাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) গুরুত্বপূর্ণ মিটিং। ক্রিকেটারদের বার্ষিক কেন্দ্রীয় চুক্তির তালিকা চূড়ান্ত করা ছাড়াও ইংল্যান্ড সফরে খেলতে যাওয়া ভারতীয় দলকে নিয়ে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল। তবে সেই মিটিং পিছিয়ে দেওয়া হয়েছে।
বোর্ডের সচিব দেবজিৎ শইকীয়ার শহর গুয়াহাটিতে এই বৈঠক হওয়ার কথা ছিল। সেখানে যোগ দেওয়ার কথা ছিল কোচ গৌতম গম্ভীর এবং প্রধান নির্বাচক অজিত আগরকারের। তাদের মত নিয়ে বার্ষিক চুক্তি চূড়ান্ত করার কথা ছিল। তবে সেই বৈঠক হয়নি।
ইংল্যান্ড সফরে রোহিত শর্মাকেই অধিনায়ক রাখা হবে কি না তা এখনও নিশ্চিত নয়। শোনা গেছে, সেই সিরিজে রোহিত খেলতে রাজি নন। সেক্ষেত্রে রোহিতকে খেলার জন্য অনুরোধ করা হবে, না কি নতুন কোনও অধিনায়ক বেছে নেওয়া হবে তা নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল।
পাশাপাশি বিরাট কোহলিকে দলে রাখা হবে কি না সেটা নিয়েও মতামত দেবেন গম্ভীর এবং আগরকার। নতুন কাউকে দলে নেওয়ার ব্যাপারেও আলোচনা হবে এই মিটিংয়ে।
বার্ষিক চুক্তিতে বরুণ চক্রবর্তী, শ্রেয়স আয়ারের নাম নতুন ভাবে যুক্ত হওয়া প্রায় নিশ্চিত। গম্ভীর, আগরকার তাতে সম্মতি দেবেন। কারা বাদ যাবেন সেটাও ঠিক করবেন তারাই। তবে আজকের মিটিং বাতিলের কারণে সবই আপাতত পিছিয়ে গেল। কী কারণে বাতিল করা হয়েছে সেটাও জানানো হয়নি।
খুলনা গেজেট/এএজে
The post রোহিত-কোহলিদের কেন্দ্রীয় চুক্তি নিয়ে সভা স্থগিত appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024