
প্রত্যক্ষদর্শী সুত্রে জানাযায়, ঢাকা থেকে যাত্রী নিয়ে আসা দ্রুতগামী পিকআপটি অন্য একটি গাড়িকে দ্রুত পাশ কাটানোর সময় অপরদিক থেকে আসা ট্রাক্টরের সাথে সংঘর্ষ হয়। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীদের মধ্যে কুড়িগ্রাম নাগেশ্বরী উপজেলার বাসিন্দা মুসা (২০), ঘটনাস্থলেই নিহত হন ও চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞত আর ১ জনের মৃত্য ঘটে।
আহতদের দ্রুত উদ্ধার করে পলাশবাড়ী/ উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে অবস্থা ভাল না থাকায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: তাজ উদ্দিন খন্দকার জানান, নিহতের পরিচয় পাওয়া গেলেও আহতদের পরিচয় এখনও পাওয়া যায় নি সেই সাথে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত উদ্ধারকাজ চালায়,এ সময় মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়, তবে পরে স্বাভাবিক করা হয়।