
গৌরনদী ((বরিশাল) প্রতিনিধি:

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘জাতীয় নির্বাচনের জন্য দেশপ্রেমিক সেনাপ্রধানের ঘোষিত সময়সীমা যৌক্তিক ও বাস্তবসম্মত। কারণ, আজ দেশ ফ্যাসিবাদমুক্ত। তাই আমাদের দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের মালিকানা জনগণের মধ্যে যত দ্রুত সম্ভব পৌঁছে দেওয়া। আমরা দেশপ্রেমিক সেনাপ্রধানকে অভিনন্দন জানাই এ রকম একটি সময়সীমা বেঁধে দিয়ে অন্তর্বর্তী সরকারকে জনগণের মালিকানা ছেড়ে দেওয়ার বাধ্যবাধকতা তৈরির জন্য।’
আজ শনিবার দুপুরে বরিশালের গৌরনদী উপজেলায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত ‘অবাধ জাতীয় নির্বাচনের জন্য ফ্যাসিবাদমুক্ত ও পেশাদার প্রশাসন তথা রাষ্ট্র অপরিহার্য শর্ত’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন জহির উদ্দিন স্বপন।
গৌরনদী বাসস্ট্যান্ড মিলনায়তনে যৌথভাবে এ সভার আয়োজন করে আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলা বিএনপি। এতে দুই উপজেলার নেতা-কর্মীরা ছাড়াও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা যোগ দেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার ছয়টি শহীদ পরিবারের সদস্যদের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঈদ শুভেচ্ছা হস্তান্তর করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন।
নির্বাচনের জন্য সেনাপ্রধানের দেওয়া সময়সীমার প্রতি গুরুত্বারোপ করে সভায় জহির উদ্দিন স্বপন বলেন, ‘আমরা মনে করি না যে সরকার নির্বাচনকে প্রলম্বিত করতে চায়। কিন্তু যদি তা করে, তাহলে আমরা ধরে নেব যে দেশপ্রেমিক সেনাপ্রধানের নির্বাচনের সময়সীমাকে কেউ অবজ্ঞা করছে, তারা কারা। আমরা তাদের চিহ্নিত করব সময়মতো।’
সেনাপ্রধানকে অভিনন্দন জানিয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এ সময় আরও বলেন, দেশপ্রেমিক সেনাপ্রধানকে অভিনন্দন জানাই একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে অন্তর্বর্তী সরকারকে জনগণের মালিকানা ছেড়ে দেওয়ার বাধ্যবাধকতা তৈরির জন্য। এ দায়িত্বই ১৯৭১ সালের ২৫ মার্চ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে বিদ্রোহী সামরিক বাহিনীর কর্মকর্তারা পালন করেছিলেন।
গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্যসচিব মিজানুর রহমান খান। এতে বক্তব্য দেন আগৈলঝাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. হাফিজুল ইসলাম, গৌরনদী উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, সদস্যসচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, আগৈলঝাড়া উপজেলা বিএনপি সদস্যসচিব মোল্লা বশির আহমেদ পান্না, গৌরনদী পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শফিকুর রহমান স্বপন, বরিশাল উত্তর জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সাইয়্যেদুল আলম খান প্রমুখ।
The post নির্বাচনের জন্য দেশপ্রেমিক সেনাপ্রধানের ঘোষিত সময়সীমা যৌক্তিক ও বাস্তবসম্মত: জহির উদ্দিন স্বপন appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.