
ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীবাসী শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত। ঈদের পোশাক কেনা শেষে এখন আতর, টুপি, গয়না, জুতার দোকানে ছুটছে অনেকে। পোশাকের সঙ্গে মিলিয়ে এসব পণ্য কিনছে ক্রেতারা। গতকাল শনিবার রাজধানীর নিউ মার্কেট, চকবাজার ও মালিবাগের মৌচাক মার্কেট ঘুরে দেখা গেছে এসব চিত্র। প্রতিটি গয়না ও জুতার দোকানে নারীদের উপচে পড়া ভিড়। আর তরুণ বৃদ্ধ সববয়সী মুসল্লিদের আতর-টুপির দোকানে কেনাকাটায় ভিড় দেখা গেছে। বিশেষ… বিস্তারিত