
রংপুর নগরীর হাড়িপট্টি এলাকা বলে পরিচিত গুদরী বাজার মার্কেটটি ‘গরিবের বাজার’ বলে ইতোমধ্যে রংপুরসহ পুরো বিভাগে ব্যাপক পরিচিতি পেয়েছে। মার্কেটটিতে শিশু থেকে শুরু করে সব বয়সীদের পোশাক কম দামে পাওয়া যায় বলে ক্রেতারা ভিড় জমিয়েছেন।
এই মার্কেটে কম দামে বড় বড় শপিং মলের মতো সব ধরনের পোশাক পাওয়া যায়। পোশাকের দাম অনেক কম কিন্তু গুণগত মান প্রায় একইরকম, এমনটাই বলছেন ক্রেতারা। ঈদ উপলক্ষে… বিস্তারিত