চোটের কারণে আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইয়ের সর্বশেষ দুটি ম্যাচ খেলতে পারেননি লিওনেল মেসি। তবে চোট কাটিয়ে তিনি মাঠে ফিরেই নিজের সামর্থ্যের প্রমাণ দিলেন। রোববার (৩০ মার্চ) মেজর লিগ সকারে (এমএলএস) ইন্টার মায়ামির হয়ে মাঠে নেমে দ্বিতীয় মিনিটেই গোল করলেন এই আর্জেন্টাইন সুপারস্টার। তার গোলের ওপর ভর করেই ফিলাডেলফিয়া ইউনিয়নকে ২-১ গোলে হারিয়েছে ফ্লোরিডার ক্লাবটি।
চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত এমএলএসের পঞ্চম রাউন্ডের ম্যাচে মায়ামি ও ফিলাডেলফিয়ার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ছিল সমানে সমান। যদিও আক্রমণের দিক থেকে ফিলাডেলফিয়া এগিয়ে ছিল। তবে দুই অর্ধে একাধিক গোল করে লিড নেয় স্বাগতিক দল। মেসির পাশাপাশি স্কোরশিটে নাম তোলেন রবার্ট টেইলরও।
প্রথমার্ধের ২৩তম মিনিটে মায়ামির হয়ে প্রথম গোল করেন রবার্ট টেইলর। বাঁ দিক দিয়ে প্রতিপক্ষের বক্সে ঢুকে জর্দি আলবা জোরালো বল বাড়ান বেঞ্জার উদ্দেশ্যে। বেঞ্জার পাস থেকে নিখুঁত শটে গোল করেন টেইলর। এই গোলের লিড নিয়েই বিরতিতে যায় স্বাগতিকরা।
দ্বিতীয়ার্ধের দশম মিনিটে মাঠে নামেন লিওনেল মেসি। মাঠে নামার দুই মিনিট পরই সুয়ারেজের বাড়ানো বল ধরে প্রতিপক্ষ ডিফেন্ডার ইয়ান গ্লাভিনোভিচকে কাটিয়ে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন তিনি। তার মাটি কামড়ানো শট ফিলাডেলফিয়া গোলরক্ষক ঠেকাতে ব্যর্থ হন। এই গোলেই দ্বিগুণ লিড নেয় মায়ামি।
ম্যাচের ৮০তম মিনিটে ড্যানিয়েল গ্যাজডাগ ফিলাডেলফিয়ার হয়ে এক গোল করে ব্যবধান কমান। তবে শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে মায়ামি।
এই জয়ে হাভিয়ের মাশ্চেরানোর দল ১৩ পয়েন্ট নিয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে উঠে গেছে। ৫ ম্যাচে ৪ জয় ও ১ ড্র নিয়ে প্রথম স্থান দখল করেছে মায়ামি। এক ম্যাচ বেশি খেলে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ফিলাডেলফিয়া ইউনিয়ন।
The post চোট কাটিয়ে ফেরা মেসির দ্বিতীয় মিনিটেই গোল, মায়ামির জয় appeared first on Bangladesher Khela.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024