আইপিএলে নির্দিষ্ট কোনো মাঠে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করা ব্যাটসম্যানদের তালিকায় নাম লেখালেন শুভমান গিল। তবে এক জায়গায় তিনি পিছিয়ে রয়েছেন কেবল একজনের চেয়ে তিনি ক্রিস গেইল। আইপিএলে একক কোনো মাঠে হাজার রানের কীর্তি আছে মোট ১৬ জন ক্রিকেটারের।
শনিবার (২৯ মার্চ) মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে ২৭ বলে ৩৮ রানের ইনিংস খেলার পথে গুজরাট টাইটানস অধিনায়ক আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এক হাজার রান পূর্ণ করেন। এই কীর্তি গড়তে তার লেগেছে মাত্র ২০ ইনিংস।
আইপিএলে কোনো নির্দিষ্ট ভেন্যুতে দ্রুততম হাজার রানের তালিকায় এটি দ্বিতীয় স্থান। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ১৯ ইনিংসে এক হাজার রান পূর্ণ করে শীর্ষে রয়েছেন ক্রিস গেইল।
চিন্নাস্বামী স্টেডিয়ামে গেইলের মোট রান ১ হাজার ৫৬১, যেখানে তার ব্যাটিং গড় ৪১.০৭ ও স্ট্রাইক রেট ১৫৯.৯৩। এখানে তার ৮টি ফিফটি ও ৩টি সেঞ্চুরি রয়েছে। ২০১৩ সালের আইপিএলে এই মাঠেই পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে ৬৬ বলে অপরাজিত ১৭৫ রানের ইনিংস খেলেছিলেন তিনি, যা টি-টোয়েন্টির ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস।
একাধিক মাঠে হাজার রান করার রেকর্ড আছে শুধুমাত্র ডেভিড ওয়ার্নারের। হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে ৩২ ইনিংসে তিনটি সেঞ্চুরিতে তার সংগ্রহ ১ হাজার ৬২৩ রান। দিল্লির আরুন জেটলি স্টেডিয়ামে ৩৬ ইনিংসে একটি সেঞ্চুরিসহ তার রান ১ হাজার ৪৮।
নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গিলের বর্তমান রান এক হাজার ২৪, গড় ৬০.২৩ ও স্ট্রাইক রেট ১৬০.২৫। এখানে তার চারটি সেঞ্চুরির মধ্যে তিনটিই এসেছে আইপিএলে। বিশেষ করে ২০২৩ আসরে এই মাঠে ৯ ইনিংসে ৫৭২ রান করেছিলেন তিনি, যেখানে ছিল দুটি সেঞ্চুরি।
আইপিএলে কোনো নির্দিষ্ট মাঠে সর্বোচ্চ রানের মালিক বিরাট কোহলি। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ৮৬ ইনিংসে তার সংগ্রহ ৩ হাজার ৪০ রান, গড় ৪০.৫৩ ও স্ট্রাইক রেট ১৪২.৫৮। এখানে তার রয়েছে ৪টি সেঞ্চুরি ও ২২টি ফিফটি।
একই মাঠে দুই হাজারের বেশি রান করা আরেক ব্যাটসম্যান রোহিত শর্মা। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ৭৯ ইনিংসে তিনি ২ হাজার ২৯৫ রান করেছেন, যেখানে রয়েছে একটি সেঞ্চুরি।
শুভমান গিলের এই কীর্তি প্রমাণ করে আইপিএলে তিনি নিজের জায়গা শক্তভাবে গড়ে নিচ্ছেন। ভবিষ্যতে তিনি আরও অনেক রেকর্ড গড়তে পারেন বলে আশা করা যায়।
The post গেইলের পরই যেখানে গিল appeared first on Bangladesher Khela.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024