
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার লোহাকুচি সীমান্তে মাছ ধরাকে কেন্দ্র করে বাংলাদেশি নাগরিক মাদব চন্দ্রকে (৪০) পিটিয়ে আহত করেছেন ভারতীয়রা। শনিবার (২৯ মার্চ) সকাল ১১টায় উপজেলার লোহাকুচি সীমান্তের দুলালী এলাকায় এই ঘটনা ঘটে।
আহত মাদব চন্দ্র ওই এলাকার মৃত মদন মোহন এর ছেলে।
স্থানীয়রা জানান, সীমান্তে মালদা নদীতে মাছ ধরতে টেপাই (বাঁশ দিয়ে তৈরি মাছ ধরার বিশেষ ফাঁদ) স্থাপন করে আহত মাদব চন্দ্র । কিন্তু… বিস্তারিত