
আগামী মে মাসে বাংলাদেশ দল পাকিস্তানে এবং জুলাইয়ে বাবর-রিজওয়ানরা ঢাকায় সিরিজ খেলতে আসার কথা রয়েছে। দুই সিরিজ মিলিয়ে প্রথমে ৮টি ওয়ানডে খেলার কথা ছিল উভয় দলের। কিন্তু ওয়ানডের বদলে সব ম্যাচই টি-টোয়েন্টি ফরম্যাটে আয়োজন করা হবে। এতদিন এ নিয়ে গুঞ্জন ছিল। এবার টি-টোয়েন্টিতেই সব ম্যাচ আয়োজনের কারণ জানিয়েছেন বিসিবির এক সূত্র।
আগামী বছর ভারত ও শ্রীলঙ্কার মাটিতে যৌথভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে। এর আগে চলতি বছরের সেপ্টেম্বরে রয়েছে এশিয়া কাপ। বিশ্বকাপকে সামনে রেখে মহাদেশীয় এই প্রতিযোগিতাও সংক্ষিপ্ত ফরম্যাটে অনুষ্ঠিত হবে। আর আসন্ন দুটি টুর্নামেন্টকে কেন্দ্র করেই ওয়ানডের বদলে বাংলাদেশ-পাকিস্তান দুটি সিরিজ টি-টোয়েন্টিতে হবে বলে ক্রিকবাজকে জানিয়েছেন বিসিবির এক মুখপাত্র।
তিনি বলেছেন, ‘পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপ ও এশিয়া কাপের প্রস্তুতির জন্য আমরা পাকিস্তান সফরে ওয়ানডের বদলে টি-টোয়েন্টি খেলার পরিকল্পনা করেছি। এরপর পাকিস্তান যখন বাংলাদেশ সফরে আসবে, তারাও তিনটি টি-টোয়েন্টি খেলবে এখানে।’ বিসিবির ওই মুখপাত্রের মতে– ঢাকায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হতে পারে ২০, ২২ ও ২৪ জুলাই।
বাংলাদেশ আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রামের (এফটিপি) অধীনে মে মাসে পাকিস্তান সফরে যাওয়ার বিষয় আগেই নির্ধারিত ছিল। যেখানে উভয়দল মুখোমুখি হওয়ার কথা ছিল তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে। পরবর্তীতে দেশ দুটির ক্রিকেট বোর্ড (বিসিবি ও পিসিবি) বৈশ্বিক টুর্নামেন্ট বিবেচনায় রেখে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার পরিকল্পনা সাজায়।
এরপর জুলাইয়ে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান, এই সিরিজটি অবশ্য এফটিপির বাইরের। এই সিরিজে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার বিষয়ে বিসিবি ও পিসিবির সভাপতি গত মাসে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালে আলোচনা করেছিলেন। অর্থাৎ, সবমিলিয়ে দেশ দুটির মধ্যকার ৮ ম্যাচের দুটি সিরিজই টি-টোয়েন্টি ফরম্যাটে হতে যাচ্ছে।
খুলনা গেজেট/এনএম
The post যে কারণে ওয়ানডের বদলে ৮টি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ-পাকিস্তান appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.