সাতক্ষীরায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভ্যান আরোহী এক কিশোরী নিহত ও দুইজন আহত হয়েছে। শনিবার (৩০ মার্চ) ১২টার দিকে সাতক্ষীরা সদর উপজেলাধীন সাতক্ষীরা -যশোর সড়কের তুজলপুর বলফিল্ড এর কাছে এই ঘটনা ঘটে।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত কিশোরীর নাম জুবাইদা খাতুন (১৮)। সে সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের শিবপুর গ্রামের এবাদুল সরদারের মেয়ে।
ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, কিশোরী জুবাইদা, রুবেল ও সাদ্দাম একটি ব্যাটারি চালিত ভ্যানে ঝাউডাঙ্গার দিকে যাচ্ছিল। পথিমধ্যে বেলা ১২টার দিকে সাতক্ষীরা সদর উপজেলাধীন সাতক্ষীরা- যশোর সড়কের তুজলপুর বলফিল্ডের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্র্যাক তাদের ভ্যানটিকে চাপা দিয়ে চলে যায়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয় কিশোরী জুবাইদা খাতুন। গুরুতর আহত হয় ভ্যান আরোহী রুবেল ও সাদ্দাম।
খুলনা গেজেট/ টিএ
The post সাতক্ষীরায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কিশোরীর মৃত্যু, আহত ২ appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024