

কাউখালী (পিরোজপুর)সংবাদদাতা সৌদি আরবের সঙ্গে মিল রেখে পিরোজপুরের কাউখালীতে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন মুসল্লিরা। উপজেলার শিয়ালকাঠী গ্রামে মোল্লাবাড়ি এলাকায় রোববার (৩০ মার্চ) সকালে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপনের এমন ধারা এক দশক ধরে চলে আসছে। এ সময় ঈদ জামাতের ইমামতি করেন মো. জহিরুল ইসলাম।এলাকা বাসী জানান, উপজেলার একটি অংশের মুসল্লিরা শিয়ালকাঠি এই মসজিদে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা জানান, তারা দীর্ঘদিন ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা পালন ও ঈদ উদযাপন করে আসছেন। চাঁদ দেখার ওপর ভিত্তি করে ঈদ পালনের বিষয়ে তাদের নিজস্ব বিশ্বাস রয়েছে।
The post সৌদি আরবের সঙ্গে মিল রেখে কাউখালীতে ঈদের নামাজ আদায় appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.