
স্পেশাল করেসপন্ডেন্ট | সিটিজি টাইমস,ডটকম
ঢাকা: প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতীয় ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ পড়বেন। ঈদের দিন সকাল সাড়ে ৮টায় এ জামাত অনুষ্ঠিত হবে।
একই দিন বিকেল চারটায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তিনি বিভিন্ন শ্রেণী-পেশার গণ্যমান্য ব্যক্তির সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।
প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।
চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস। চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের আমন্ত্রণে গত ২৬ মার্চ দুপুরে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশটিতে সফরে যান তিনি। পরে শনিবার রাত ৮টা ১০ মিনিটে তিনি দেশে ফেরেন।
The post জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন প্রধান উপদেষ্টা appeared first on Ctg Times.