
খুলনায় দুর্বৃত্তের গুলিতে মো. শাওন নামে এক যুবক গুরুতর আহত হয়েছে। রোববার (৩০ মার্চ) রাত পৌনে ৮ দিকে নগরীর রূপসা বেড়িবাঁধ রোডস্থ বরফ কলের সামনে ঘটনাটি ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়।
আহত যুবক নতুন বাজার লঞ্চ ঘাটের পাশে তরিক গলির বাসিন্দা মো. শুকুর আলীর ছেলে।
এলাকাবাসি জানান, আহত যুবক শাওন বাবার মাছ ব্যবসা দেখাশুনা করেন। রাত পৌনে ৮ টার দিকে ওই যুবক বাড়ির পাশে একটি চায়ের দোকানে অবস্থান করতে থাকেন। এ সময়ে ৩ টি মোটরসাইকেল যোগে ৬ জন যুবক তাকে হত্যার উদ্দেশ্যে গুলি করলে তা লক্ষ্যভ্রষ্ট হয়ে তার ডান হাতে বিদ্ধ হয়। স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা মোটরসাইকেল যোগে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
খুলনা থানার অফিসার ইনচার্জ হাওলাদার সনোয়ার হুসাইন মাসুম বিষয়টি নিশ্চিত করে বলেন, শাওনকে সন্ত্রাসীরা বাড়ির পাশেই গুলি করেছে। তবে কি করণে তাকে গুলি করা হয়েছে তা তদন্ত করে জানা যাবে। আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
খুলনা গেজেট/হিমালয়/সাগর/এএজে
The post চাঁদরাতে খুলনায় যুবক গুলিবিদ্ধ appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.