
হিজলা ((বরিশাল) প্রতিনিধি:

বরিশালের হিজলা উপজেলায় শরীফ তরফদার নামে এক জেলেকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
রোববার (৩০ মার্চ) রাত ৮টার দিকে ধুলখোলা ইউনিয়নের পালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শরীফ পালপাড়া গ্রামের দিনমজুর হানিফ তরফদারের ছেলে।
ঘটনার প্রত্যক্ষদর্শী নিহত শরীফের বন্ধু সোহাগ জানান, ধুলখোলা ইউনিয়ন সংলগ্ন মেঘনায় নোঙর করা জাহাজে চাঁদা তোলার অপবাদ দিয়ে শরীফের ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলাকারীরা হলেন, এলাকার চিহ্নিত সন্ত্রাসী আল আমিন, বাবুল, রাজিব, নোমান, মাইদুল। চিৎকার শুনে শরীফের বন্ধু সোহাগ ও আরফান এগিয়ে গেলে তাদের ওপর হামলা করা হয়। প্রাণ বাঁচাতে শরীফ সংলগ্ন শাহীন আকনের বাড়িতে আাশ্রয় নিলে সেখানে গিয়েও হামলা করা হয়। পরে শরীফকে উদ্ধার করে প্রথমে মেহেন্দিগঞ্জ উপজেলা হাসপাতালে ও উন্নত চিকিৎসার জন্য রাতেই বরিশাল শের-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে পৌঁছানোর পর জরুরিবিভাগের চিকিৎসক শরীফকে মৃত ঘোষণা করেন।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আমিন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুপুর পর্যন্ত মামলা হয়নি। সন্দেহভাজনদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
The post হিজলায় জেলেকে পিটিয়ে হত্যার অভিযোগ appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.