প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৫, ২০২৫, ৩:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৩০, ২০২৫, ১১:৩৯ পি.এম
পঞ্চগড়ে বিজিবির অভিযানে চোরাচালানের ভারতীয় গরু আটক

নজরুল ইসলাম, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের বোদা উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির অভিযানে চোরাচালানের তিনটি ভারতীয় গরু আটক করা হয়েছে। রবিবার ভোরে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের বড়শশী কোম্পানির কমান্ডার সুবেদার আলী আজাদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় সীমান্তের মেইন পিলার ৭৭৯ হতে ৭০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের অমরখানা এলাকায় চোরাচালান বিরোধী অভিযানে চোরাচালানের তিনটি ভারতীয় গরু মালিক বিহীন অবস্থায় আটক করা। যার আনুমানিক বাজার মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা।
এছাড়া একই দিন ভোরে পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের নেকিপাড়া এলাকায় জয়ধরভাঙ্গা বিওপির একটি বিশেষ টহল দল নায়েক মো. সাগর হোসেনের নেতৃত্বে সীমান্তের মেইন পিলার ৭৬০ এর ৪৫ নম্বর সাব পিলার থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান পরিচালনা করে ১০ হাজার ৪০০ টাকার ২৩ কেজি ভারতীয় আঙ্গুর এবং ১ কেজি জিরা জব্দ করা হয়।
নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, বিজিবির সদর দপ্তর নির্দেশনা অনুযায়ী দায়িত্বপূর্ণ সীমান্তে চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশে চোরাচালান প্রতিরোধে বিজিবি শক্ত অবস্থানে রয়েছে। যে কোন মূল্যে চোরাচালান রোধে ৫৬ বিজিবি কঠোর নজরদারি নিশ্চিতের পাশাপাশি মাদকদ্রব্য সহ অন্যান্য চোরাচালান বন্ধে সদা প্রস্তুত। চোরাচালানের বিরুদ্ধে বিজিবির এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024