
নগর প্রতিনিধি:

বরিশালে যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ঈদের জামাত আদায় করতে পেরে শুকরিয়া জানিয়েছেন মুসল্লিরা।
সোমবার (৩১ মার্চ) সকাল ৮টায় নগরের বান্দ রোডের হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
বরিশালের বিভাগীয় কমিশনার রায়হান কাওছার, জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মজিবর রহমান সরোয়ার, কেন্দ্রীয় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলাল জামাতে অংশ নেন।
এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রধান জামাতে নামাজ আদায় করেন।
নামাজ শেষে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করে দোয়া-মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করা হয়। একইসঙ্গে ফিলিস্তিনিদের প্রতি সমবেদনা জানানো হয়। নামাজ শেষে পরস্পরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন মুসল্লিরা।
বরিশালে প্রধান ঈদ জামাত ঘিরে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করে আইন শৃঙ্খলা বাহিনী। বরিশালের প্রায় সাড়ে চারশ মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
The post বরিশালে ঈদের জামাতে দেশ-জাতির সমৃদ্ধি কামনা appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.