
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের চেহারায় নানা পরিবর্তন আসে। ত্বকের স্থিতিস্থাপকতা কমে আসে, দেখা দেয় বলিরেখা, ত্বকের ভাঁজ। এসব সমস্যা কমানোর জন্য বর্তমানে বোটক্স ইনজেকশন বেশ জনপ্রিয়তা পাচ্ছে। তবে আপনি যদি ত্বকে সুইয়ের খোঁচা না নিতে চান, তাহলে ঘরেই বানিয়ে ফেলতে পারেন প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি অ্যান্টি–এজিং বোটক্স। আর এই উপাদান হচ্ছে চিয়া সিড।