
পটুয়াখালীর বাউফল উপজেলার ৫টি এটিএম বুথের সব কয়টি বন্ধ। এতে করে বিপাকে পড়েছেন ঈদ উপলক্ষে বিভিন্ন এলাকা থেকে নিজ এলাকায় আসা ঘরমুখো গ্রাহকেরা। বুথগুলোতে টাকা শেষ হয়ে যাওয়ার কারণে কর্তৃপক্ষ বন্ধ করে রেখেছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এ উপজেলায় চারটি ব্যাংকের পাঁচটি এটিএম বুথ রয়েছে- ওই বুথ পাঁচটি হল মার্কেন্টাইল ব্যাংকের দুটি, একটি কালাইয়া বন্দর বি কে ভবনের সামনে অপরটি কালিশুরী বাজারে, একটি করে বুথ… বিস্তারিত