যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ, আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে সারা দেশের মুসলমানরা পালন করছেন বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। পাশাপাশি তারকারাও মেতেছে ঈদ উৎসবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-অনুরাগীরা জানাচ্ছেন ঈদ শুভেচ্ছা।
অভিনেত্রী মাহিয়া মাহি মেহেদি রাঙা হাতের ছবি শেয়ার করে ভক্ত-অনুরাগীদের জানিয়েছে ঈদের শুভেচ্ছা। ছবি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, ‘ঈদ মুবারক।’ সঙ্গে জুড়ে দিয়েছেন চাঁদের ইমোজি।
শেয়ার করা ছবিতে দেখা যায়, মাহি দুই হাতে মেহেদি দিয়েছে। অভিনেত্রীকে বেশ মানিয়েছে সঙ্গে তার মিষ্টি হাসি যেন নজর কেড়েছে।
এদিকে কমেন্ট বক্সে ভক্ত-অনুরাগীরা মাহিকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। একজন লিখেছেন, ‘ঈদ মোবারক, আমিই আজ শুধু মেহেদি দিয়ে দেওয়ার লোক খুঁজে পাচ্ছি না।’ আরেকজন লিখেছেন, ‘ঈদ মোবারক আপু।’
খুলনা গেজেট/এএজে
The post মেহেদি রাঙা হাতে ঈদ শুভেচ্ছা জানালেন মাহি appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024