
হাবিবার মতো এবার ঈদ উপলক্ষে ভৈরব বন্ধুসভা আড়াই শতাধিক শিশু-কিশোরের হাতে নতুন জামা তুলে দেয়। একই সঙ্গে ২১টি পরিবারকে নগদ অর্থসহায়তা দেওয়া হয়। তৃপ্তির ঢেঁকুর তুলে হাবিবার মা রেহেনা বেগম বলেন, ‘হাবিবার বাবা মারা যাওয়ার তিন বছর পর এবার ঈদে মেয়ে আমার নতুন জামা পরব।’