
সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকা দুয়ারাবাজারে মাছ ধরার জন্য অবৈধভাবে অনুপ্রবেশের পর ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎপৃষ্টে সারভেস মারাখ (২৮) নামের ভারতীয় এক নাগরিকের মৃত্যু হয়েছে।
সোমবার (৩১ মার্চ) দুপুর আড়াইটার দিকে দোয়ারাবাজার সদর ইউনিয়নে টেবলাই গ্রামে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত সারভেস মারাখ ভারতের মেঘালয় প্রদেশের শিলং জেলার চেলা গবিন মারাখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী… বিস্তারিত