
‘আমার আছিয়া ঈদে কত আনন্দ করত। ঈদের সকালে ওর জন্য খিচুড়ি, নুডলস রান্না করে দিতাম। আমার আছিয়া আর কোনো দিন খাবে না এসব খাবার। ঈদের আনন্দে হাতে মেহেদি দেবে না। যার যায় সেই বোঝে, সন্তান হারানের কী জ্বালা। আমাগের আবার কিসের ঈদ।’
সোমবার (৩১ মার্চ) ঈদের দিন দুপুরে নিজ বাড়ির বারান্দায় বসে কাঁদতে কাঁদতে এসব কথা বলেন আছিয়ার মা আয়েশা আক্তার।
নিজ বাড়ির বারান্দায় একাকী বসে নিদারুণ কষ্টের… বিস্তারিত