
সুমাইয়া (৩), বাবা ওসমান গাড়ি দুর্ঘটনায় মারাত্মক আহত, মা করিমন বিবি চোখে দেখতে পারেন না। ভাই মেহেদী তাকে নিয়ে এসেছিল কেশবপুর বন্ধুসভার ঈদ উপহার নেওয়ার জন্য। মেহেদী জানায়, তাদের এবার পরিবারের জামাকাপড় কিনে দেওয়ার মতো অবস্থা নেই। ছোট বোনের একটি জামা পেয়ে পরিবারের সবাই খুশি।