
গ্রামীণ পটভূমির একক নাটকে নামভূমিকায় অভিনয় করেছেন ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। সাইফ আহম্মেদের রচনা ও পরিচালনায় নাটকের নাম ‘বেকার বারেক’। গাজীপুরের পুবাইলে চিত্রায়িত নাটকটিতে মোশাররফ ছাড়াও অভিনয় করেছেন ঝুনা চৌধুরী, সালহা খানম নাদিয়া, শহীদুল্লাহ সবুজ, সাইফ আহম্মেদ প্রমুখ।
নাটকের গল্পে দেখা যাবে, বেকার যুবক বারেক হাঠাৎ শহর থেকে মোবাইল মেরামত শিখে এসে গ্রামে খুলে ফেলে… বিস্তারিত