
মানুষগুলোর জীবিকা পশুর নদের সঙ্গে কোনো না কোনোভাবে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সম্পৃক্ত। নানা প্রাকৃতিক দুর্যোগ ও সীমাহীন অভাব তাঁদের নিত্যসঙ্গী। এত প্রতিকূলতার মধ্যেও জীবন এই নদের মতো বয়ে চলেছে, বিস্তার করেছে শাখা-প্রশাখা। এখানে ঈদ আসে, তবে আসে না ঈদের পরিপূর্ণতা।