
অনলাইন ডেস্ক: নাটোরের লালপুর উপজেলায় ঈদের নামাজ শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক বিএনপি কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। রোববার সকাল ৯টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে এ সংঘর্ষ হয়। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের নামাজ শেষে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিলে বিএনপি ও স্থানীয়দের সঙ্গে তাদের কথা-কাটাকাটি শুরু হয়। পরে এটি সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে বিএনপি কর্মী সাব্বির (২৪) আহত হন এবং পরে আওয়ামী লীগের কর্মীদের ছোড়া গুলিতে সুজাত নামে আরেক বিএনপি কর্মী গুলিবিদ্ধ হন। সুজাতকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী রান্টু ইসলামের ভাষ্যমতে, প্রথমে কিছু যুবক ঈদগাহ মাঠে এবং পরে লালপুর-বাঘা সড়কে ‘জয় বাংলা’ স্লোগান দেন, যা দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি করে।
এ বিষয়ে পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, ঈদগাহ মাঠে দুই যুবক ‘জয় বাংলা’ স্লোগান দেন বলে জানতে পেরেছেন। সংঘর্ষের ঘটনা গ্রামভিত্তিক নাকি রাজনৈতিকভাবে ঘটেছে, তা যাচাই করা হচ্ছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ, ডিবি পুলিশ ও যৌথ বাহিনীর সদস্যরা এলাকায় অবস্থান করছেন।
The post নাটোরে ঈদের নামাজ শেষে আওয়ামী লীগ-বিএনপি মারামারি appeared first on সোনালী সংবাদ.