ঢালিউড সুপারস্টার শাকিব খানকে হাজার কিলোমিটার দূর থেকে ভালোবাসা জানালেন তার প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস। সোমবার (৩১ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক আবেগঘন পোস্টে এ অনুভূতি প্রকাশ করেন তিনি।
অপু বিশ্বাস তার ছেলে আব্রাম খান জয় ও শাকিব খানের কিছু ছবি শেয়ার করে লেখেন, “হাজার কিলোমিটার দূরত্বে থেকেও আজ আমি নিশ্চিন্ত, কারণ আব্রাম তার পাপার পরম আদরে আনন্দে উল্লাসে ঈদ উদযাপন করল।” তিনি আরও লেখেন, “এই বন্ধন আজ আমাকে আনন্দের অশ্রুতে সিক্ত করল। আমার সন্তানের বাবা নিঃসন্দেহে একজন শ্রেষ্ঠ বাবা।”
অপুর এই স্ট্যাটাস মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের অনেকেই বলছেন দীর্ঘ সময় পরেও ছেলের জন্য শাকিব-অপুর বন্ধন যে অটুট রয়েছে, তা যেন আবারও প্রমাণ হলো এই পোস্টের মাধ্যমে। যদিও এ বিষয়ে কিছু বলছেন না শাকিব।
প্রসঙ্গত, শাকিব খান ও অপু বিশ্বাস ভালোবেসে গোপ্নে বিয়ে করেছিলেন ২০০৮ সালে। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর জন্ম হয় তাদের সন্তান আব্রাম খান জয়ের। শাকিব-অপু দুজনেই সন্তান জন্মের বিষয়টি গোপন রাখেন। ২০১৭ সালের ১০ এপ্রিল একটি টিভি চ্যানেলের সরাসরি অনুষ্ঠানে এসে বিয়ে ও সন্তানের বিষয়টি সামনে আনেন। যদিও তার পরের বছর ২০১৮ সালের ১২ মার্চ থেকে আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ হয় তাদের।
The post হাজার কি.মি. দূর থেকে শাকিবকে ভালোবাসা জানালেন অপু appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024