ফেব্রুয়ারির শেষ সপ্তাহ। পরিযায়ীসহ কিছু বিরল আবাসিক পাখির ছবি তুলতে প্ল্যান করে আমি, মিম আর মাহফুজ মিলে রওনা দিলাম হাজারিখিল বন্য প্রাণী অভয়াশ্রমের উদ্দেশে। সারা রাত বাস ভ্রমণ শেষে ভোরে হাজারিখিল পৌঁছে নাশতা করে বনে ঢুকতে ঢুকতে সকাল সাড়ে ৬টা। ফরেস্ট অফিসের সামনে দিয়ে রাস্তা ধরে তিনজন হাঁটছি। হাতে ক্যামেরা। ঠিক এ সময় একঝাঁক মদনা টিয়া এসে বসল পাতাঝরা একটি বিশাল গাছের মাথায়।
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024