অনলাইন ডেস্ক : প্রতি বছর ঈদে বান্দ্রার গ্যালাক্সি আবাসনের সামনে থিক থিক করে ভিড়। সালমান খানকে এক ঝলক দেখার জন্য হাজারও লোকের জমায়েত হয় প্রতি বছর।
যদিও গত বছর মুখ দেখাননি অভিনেতা। তবে নিজের সদ্য মুক্তি পাওয়া ছবি ‘সিকান্দরের’ঘোষণা করেন সেদিন। চলতি বছর মুক্তি পেয়েছে সালমানের সেই ছবি। যদিও হলফেরত সমীক্ষা খুব একটা আশার আলো দেখাচ্ছে না। তবে এ বছর আর অনুরাগীদের ফেরালেন না সালমান। নিজের আবাসনের বারান্দায় প্রায় মাস তিনেক বাদে দেখা গেল তাকে। যদিও আড়াল রইল।
মামার দেখাদেখি হাত নাড়ল দুই খুদেও। গত বছর সালমানের এ বাড়ির বারান্দায় গুলি ছোড়ে বিষ্ণোই দলের দুই বন্দুকবাজ। তার পর থেকে সালমানের চলাফেরায় নিষেধাজ্ঞা জারি। বুলেট প্রুফ গাড়ি থেকে ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা, চব্বিশ ঘণ্টা নজরদারির মধ্যেই রয়েছেন তিনি। দিন যত ঘনিয়েছে, আরও কড়া হয়েছে নজরদারি।
তবে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাতে ভোলেননি সালমান। এ দিন স্বল্পদৈর্ঘ্যের একটি ভিডিও পোস্ট করে সালমান লেখেন, ‘আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা।’
The post মাস তিনেক বাদে সেই বারান্দাতে দেখা গেল সালমানকে appeared first on সোনালী সংবাদ.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024