টি-টোয়েন্টি সিরিজে হারের পর নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতেও হেরেছে পাকিস্তান। এই ফরম্যাটেও সিরিজ হার এড়াতে পরের ম্যাচে জয়ের বিকল্প নেই বাবর-রিজওয়ানদের সামনে। আগামীকাল (বুধবার) ভোরে নিউজিল্যান্ড-পাকিস্তান দ্বিতীয় ওয়ানডে খেলতে নামবে। তার আগে উভয় দলেই লেগেছে চোটের ধাক্কা। আসন্ন ম্যাচ থেকে তাদের একজন করে ক্রিকেটার ছিটকে গেছেন।
দ্বিতীয় ম্যাচের আগে অনুশীলনের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার উসমান খান। পরবর্তীতে এমআরআই স্ক্যান করানো হলে পায়ে ‘লোয়ার গ্রেড টিয়ার’ চোট ধরা পড়ে। যা হ্যামিল্টনে হতে যাওয়া ম্যাচ থেকে ছিটকে দিয়েছে উসমানকে। এর আগে প্রথম ওয়ানডে দিয়ে ফরম্যাটটিতে আন্তর্জাতিক অভিষেক হয় তার। যেখানে তিনি ওপেনিংয়ে নেমে ৩৩ বলে ৩৯ রান করেন। আব্দুল্লাহ শফিকের সঙ্গে উদ্বোধনী জুটিতে ৮৩ রান যোগ করেন তিনি। যদিও ৩৪৫ রানের লক্ষ্য তাড়ায় জিততে পারেনি পাকিস্তান। হেরেছে ৭৩ রানে।
কালকের ম্যাচে উসমানের বদলি হিসেবে দেখা যেতে পারে ইমাম-উল-হককে। ফখর জামানের ইনজুরিতে গত মাসে চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে দীর্ঘদিন পর ওয়ানডে দলে ডাক পান এই ওপেনার। এ ছাড়া ইমাম না খেললে ওপেনিংয়ে বাবর আজমকেও দেখা যেতে পারে। সেক্ষেত্রে হয়তো একাদশে ঢুকতে পারেন খুশদিল শাহ কিংবা ফাহিম আশরাফের মতো একজন অলরাউন্ডার।
এদিকে, চোটের ধাক্কায় কিউইদের হয়ে এই ম্যাচে খেলা হচ্ছে না ফর্মে থাকা মিডল অর্ডার ব্যাটার মার্ক চাপম্যানের। নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) জানিয়েছে, প্রথম ওয়ানডের সেঞ্চুরিয়ান এই ব্যাটার ওই ম্যাচে ফিল্ডিংয়ের সময় চোট পান। তার ইনজুরির ধরন ‘গ্রেড-ওয়ান টিয়ার’। চোট পুনর্বাসনের জন্য তাকে অকল্যান্ডে পাঠানো হচ্ছে। তবে আশা করা যাচ্ছে আগামী শনিবার তৃতীয় ও শেষ ওয়ানডেতে ফিরবেন চাপম্যান।
ডানহাতি এই ব্যাটারের চোটের খবর শুনে হতাশা প্রকাশ করেছেন কিউই কোচ গ্যারি স্টিড। তবে সেটি বেশি গুরুতর নয় বলে তিনি কিছুটা স্বস্তিও পাচ্ছেন। চাপম্যানের জায়গায় নিউজিল্যান্ডের একাদশে ফিরতে পারেন টিম সেইফার্ট। যিনি সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে ছিলেন দুর্দান্ত ফর্মে। পাকিস্তানকে ৪-১ ব্যবধানে হারানোর পথে ৫ ম্যাচে সেইফার্ট ৬২ গড়ে ২৪৯ রান করেছেন।
খুলনা গেজেট/এনএম
The post দ্বিতীয় ওয়ানডের আগে পাকিস্তান-নিউজিল্যান্ড দু’দলেই দুঃসংবাদ appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024