

সৈয়দ রাসেল, কলাপাড়াপটুয়াখালীর কলাপাড়ায় “যেথায় থাকুক যে যেখানে বাঁধন আছে প্রাণে প্রাণে” প্রতিপাদ্যে ঐতিহ্যবাহী সিকদার পরিবার ও আত্মীয়-স্বজনদের ৭ম ঈদ পুনর্মিলনী-২০২৫ উপলক্ষে আলোচনা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। আলিফ সিকদার ফাউন্ডেশন এর উদ্যোগে ঈদের দ্বিতীয় দিন মঙ্গলবার(১ এপ্রিল) সকালে বড় সিকদার বাড়ি মসজিদ প্রাঙ্গনে এ পূনর্মিলনী অনুষ্ঠিত হয়। এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জনাব এবিএম মোশাররফ হোসেন, সাবেক সিনেট সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয় (১৯৯৪, ১৯৯৫, ১৯৯৬, ১৯৯৭) সাবেক পরিচালক, বাংলাদেশ সমবায় ব্যাংক লিঃ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আহসান হাবিব মিলন (যুগ্ম সচিব) অতিরিক্ত বিভাগীয় কমিশনার বরিশাল, সিভিল এভিয়েশনের পরিচালক আব্দুল করিম মোল্লা, ইঞ্জিনিয়ার নাসির উদ্দিন প্রমুখ। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী হুমায়ুন সিকদার আহবায়ক, পুনর্মিলনী উদযাপন পরিষদ, উপদেষ্টা, আলিফ সিকদার ফাউন্ডেশন ও সাবেক মেয়র, কলাপাড়া পৌরসভা। শুভেচ্ছা বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এস এম মোশারফ হোসেন মিন্টু সভাপতি, আলিফ সিকদার ফাউন্ডেশন।পূনর্মিলনী অনুষ্ঠানে প্রধান মেহমান এবিএম মোশাররফ হোসেন সহ আগত বিশেষ অতিথি ও সিকদার বাড়ীর স্বজনরা বক্তব্য রাখেন। এসময় বক্তারা বলেন, সিকদার বাড়ী কলাপাড়ায় একটা ইতিহাস সৃষ্টি করেছে। কারণ যখানে ভাই ভাইয়ের সাথে সম্পর্ক থাকেনা সেখানে অন্যান্য আত্মীয়-স্বজনের সাথে সম্পর্ক থাকা চিন্তাই করা যায়না। এই সিকদার বাড়ীর আলিফ সিকদার ফাউন্ডেশন এর মাধ্যমে সেই অসম্ভবকে সম্ভব করে দেখিয়ে দিয়েছে যে এটাও সম্ভব। এ সময় পূনর্মিলনী অনুষ্ঠানে সকল আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন পেশার প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
The post কলাপাড়ায় ঐতিহ্যবাহী সিকদার পরিবারের ৭ম ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.