
হারিয়ে যাওয়া মানুষের জন্য দুঃখ হতো না,
বয়ে যাওয়া স্থান-কাল; কালরাত হতো না,
নিয়ন্ত্রণ করা যেত স্মৃতিকে, ক্ষণে ক্ষণে যা ভীষণ পোড়ায়।
মানুষ নিজের অস্তিত্ব বুঝত, সৃষ্টির সাগরে ডু্ব দিয়ে ফেরার নেশায় স্রষ্টাকে খুঁজত,
থাকত না কোনো অভিমান-অভিযোগ, দুঃখ-দুর্দশার ক্লেশ,
ভালো থাকার, ভালো রাখার ভ্যাকসিন হয়ে মানুষ ঘুরে বেড়াত;
ঘরে-বাইরে পৃথিবী প্রান্তরে।