
প্রথম পর্বে মক্কা থেকে যেসব সাহাবি মদিনায় হিজরত করেন, তিনি ছিলেন তাঁদের মধ্যে অন্যতম। দাদার ইন্তেকালের পর রাসুল (সা.) তাঁর চাচা আবু তালিবের গৃহে লালিত-পালিত হন। ফাতিমা বিনতে আসাদ (রা.) শৈশবে তার (সা.) দেখাশোনা করেন। তিনি তাঁকে ‘মায়ের পর মা’ বলে মনে করতেন। (ড. মুহাম্মদ আবদুল মাবুদ, আসহাবে রাসুলের জীবনকথা: ৬/১৬২)