দাঁড়িয়ে থাকলে ঘোড়ারা বিপদ দেখলে খুব দ্রুত দৌড় দিতে পারে। কিন্তু শুয়ে থাকা অবস্থায় উঠতে বেশি সময় লাগে। দেখা গেল শোয়া থেকে উঠে বসতে বসতে শিকারী ওদের ধরে ফেলল।