
নিজস্ব প্রতিনিধি:

ঈদের ছুটিতে পটুয়াখালীর বাউফল উপজেলার বিনোদন কেন্দ্র নুরজাহান পার্কে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভির। ঈদের দিন সোমবার থেকেই উপজেলার কালাইয়ার শৌলা গ্রামের নুরজাহান পার্কে এ ভির দেখা গেছে। উপজেলার সিনেমা হল গুলো বন্ধ হয়ে যাওয়ার কারনে অন্য কোন বিনোদন না থাকায় বিগত বছরের চেয়ে এই বছর পার্কে দর্শনার্থীদের চাপ বেড়েছে।
এই পার্কটিতে জেলার বিভিন্ন উপজেলা থেকেও দর্শনার্থী আসেন। বুধবার বিকালে পার্কটিতে গিয়ে দেখা যায়, নারী ও শিশুদের উপস্থিতি বেশি। তার নতুন পোশাক পরে বেড়াতে আসছেন পার্কটিতে। শিশুদের পাশাপাশি নারীরাও বিভিন্ন রাইডে উঠে আনন্দ উপভোগ করছেন।
উপজেলার বাউফল পৌরশহর থেকে পার্কে এসেছেন এস এম সায়েম। তিনি বলেন, ঈদের দীর্ঘ ছুটি পাওয়ায় (আজ) রবিবার আসলাম স্ত্রী ও দুই ছেলে-মেয়েকে নিয়ে নুরজাহান পার্কে। তেঁতুলিয়া নদীর তীরবর্তী গ্রামের খুব সুন্দর পরিবেশে পার্কটির অবস্থান হওয়ায় বর্তমানে বেশ জনপ্রয়ি। রাইড গুলো মোটামুটি খারাপ না। তবে রাইডের চার্য একটু কমিয়ে রাখলে সুবিধা হতো।
পাশের উপজেলা দশমিনা থেকে এসেছেন আল মামুন তার পরিবারের ১২ সদস্য নিয়ে। তিনি পার্কেটির সার্বিক ব্যবস্থপনা নিয়ে খুশি। তবে রাইডের মান আরো বাড়ানোর পাশাপাশি প্রবেশ ফি ৫০ টাকা গ্রাম অনুযায়ী বেশি মনে হচ্ছে।
নুরজাহার পার্কছাড়াও তেঁতুলিয়া নদীর তীরবর্তী প্রাকৃতিক ভাবে গড়া ওঠা শৌলাতারপুল লেক, নিমদি লঞ্চঘাট, বগীতুলাতলা, চরকালাইয়াসহ বিভিন্ন স্পটে দর্শনার্থীদের ভির দেখা গেছে।
The post ঈদের ছুটিতে বাউফলের বিনোদন কেন্দ্রে উপচেপড়া ভিড় appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.