
নিজস্ব প্রতিনিধিঃ

পটুয়াখালীর বাউফল উপজেলায় চাঁদা না দেওয়ায় দোকানীকে মারধর ও লুটপাট করে দোকান ঘরে তালা দিয়েছে দুর্বত্তরা।
গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার বগা ইউনিয়নের বামনীকাঠী বাজারে এ ঘটনা ঘটেছে। এঘটনায় বাউফল থানায় অভিযোগ করা হলে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছেন।
ভুক্তভোগী ব্যবসায়ী মনিরুল ইসলাম কাজল জানান, প্রায় ১০ বছর ধরে উপজেলার বগা ইউনিয়নের বামনীকাঠী গ্রামের বাজারে কসমেটিক্সের ব্যবসা করে আসছেন। ওই গ্রামের মোবারক রাড়ীর দুই ছেলে কালাম রাড়ী ও তোতা রাড়ী কয়েক মাস ধরে তার কাছে ২লাখ টাকা চাঁদা দাবি করে আসছে। চাঁদার টাকা না দেওয়ায় মঙ্গলবার সকালে প্রথম দফায় দোকানে এসে হুমকি দেয়, পরে ওই দিনই বিকেল তিনটার দিকে কালাম ও তোতা রাড়ী ২০-২৫ লোকজন নিয়ে আমাকে মারধর করে দোকানের ক্যাশ বাক্স থেকে ৪০ হাজার টাকা লুট করে এবং দোকান ঘরে তালা দিয়ে যায়।
তবে দোকানে তালা দেওয়ার কথা স্বীকার করলেও লুটপাট ও চাঁদা দাবির কথা অস্বীকার করে কালাম রাড়ী বলেন, ওই দোকান আমার জমির উপর। তাই আমি তালা মেরে দিয়েছি।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছেন। এবিষয়ে তদন্ত সাপেক্ষে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
The post বাউফলে চাঁদা না দেওয়ায় দোকান ঘরে তালা appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.