
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥

দেশকে স্বগৌরবের জায়গায় ফেরাতে হলে মেধাবী প্রজন্ম গড়ে তোলার বিকল্প নেই। বই পড়ার মাধ্যমে সুস্থ্য ও মেধাবী প্রজন্ম তৈরি করে আগামীর বাংলাদেশকে সরকার স্বগৌরবে দেখতে চায় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার (২ এপ্রিল) সকালে বরিশালের বানারীপাড়া উপজেলার চাখারের “মোতালেব-রাবেয়া স্মৃতি পাঠাগার ও কম্পিউটার ল্যাবে” প্রাথমিক স্থায়ী মেডিকেল বুথের উদ্বোধনী অনুষ্ঠানে র্ভাচুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। চাখারের চালিতাবাড়ী-পূর্ব জিড়ারকাঠি (সিপিজে) সোসাইটির উদ্যোগে আয়োজিত পাঠাগারের সভাপতি গোলাম মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তফা। সাংবাদিক নিয়াজ মাহমুদ সোহেলের পরিচালনায় এছাড়া আরও উপস্থিত ছিলেন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে চিকিৎসা সেবার সার্বিক তত্ত্বাাবধানে ছিলেন ডা. সাগর মোল্লা ও ডা. মোহাম্মদ আসিফ। শফিকুল আলম বলেন, “আমাদের ছেলে-মেয়েদের বই পড়ার আগ্রহ দিন দিন কমে যাচ্ছে। এমন পরিস্থিতিতে এই পাঠাগার প্রত্যন্ত এলাকার জন্য সত্যিই একটি মহৎ উদ্যোগ। আমরা চাই সবাই বইয়ের মধ্যে আসুক। বইয়ের মধ্যে আসলে একটি সুস্থ-সুপরিকল্পিত প্রজন্ম গড়ে উঠবে। বাংলাদেশকে তার নিজস্ব গৌরবের জায়গায় ফেরাতে হলে মেধাবী প্রজন্ম গড়ে তোলার বিকল্প নেই। সেই মেধাবী প্রজন্ম গড়ে তুলতে হলে দেশের প্রত্যন্ত এলাকাগুলোতে এই ধরনের পাঠাগার প্রতিষ্ঠা করে তরুনদের পড়াশোনার আগ্রহ বাড়াতে হবে।” তিনি বলেন,“ মোতালেব-রাবেয়া স্মৃতি পাঠাগারে নতুন নতুন বইয়ের সংখ্যাও বাড়াতে হবে, আর পাঠকের সংখ্যাও বাড়াতে হবে। তাহলেই তরুন প্রজন্মের মধ্যে জ্ঞানের পরিধি বাড়বে। আগামীতে তারাই আমাদের নতুন ও সুপরিকল্পিত রাষ্ট্র উপহার দিতে পারবে।”স্থায়ী মেডিকেল বুথের বিষয়ে শফিকুল আলম বলেন, “এই বুথের মাধ্যমে স্থানীয়রা প্রথমিক চিকিৎসা বিনামূল্যে নিতে পারবেন। এটিও একটি মহৎ উদ্যোগ। কেননা, আমাদের প্রত্যন্ত অঞ্চলগুলোতে এখনো সরকারিভাবে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা সম্ভব হয়নি। তাছাড়া হসপিটাল দূরে হওয়ায় অনেকেই প্রাথমিক চিকিৎসা না পেয়ে বড় ধরনের রোগের সম্মুখীন হচ্ছেন। এই বুথের প্রথমিক চিকিৎসার মাধ্যমে গ্রামবাসী উপকৃত হবেন বলে আমি আশা করছি।”
The post চাখারের অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব: শফিকুল আলমমেধাবী প্রজন্মের মাধ্যমে বাংলাদেশকে স্বগৌরবে ফিরাতে চায় সরকার appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.