
পাঠচক্রের শুরুতেই ‘কিসের স্বাধীনতা!’ ও ‘স্বপ্নে গ্রথিত ধরিত্রী’ কবিতা দুটি পাঠ করেন সাধারণ সম্পাদক তাহমিনা আক্তার। তিনি বলেন, ‘স্বাধীনতা মানে শুধু অতীতের গৌরবগাথা নয়, বর্তমানের অন্যায়ের বিরুদ্ধেও রুখে দাঁড়ানো। এই কবিতাগুলো আমাদের সেই চেতনায় উদ্দীপ্ত করে। “স্বপ্নে গ্রথিত ধরিত্রী” কবিতাটি শেখায় যে স্বপ্নই আমাদের জীবনকে অর্থবহ করে তোলে। কবি এখানে আপেক্ষিক সত্য ও স্বপ্নের সংযোগের মাধ্যমে জীবনের গভীর দর্শন তুলে ধরেছেন।’